ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এনরিকের স্কোয়াডে ফাতি, গার্সিয়া, অস্কার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এনরিকের স্কোয়াডে ফাতি, গার্সিয়া, অস্কার আনসু ফাতি

পুনরায় প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার পর প্রথমবার স্পেনের স্কোয়াড ঘোষণা করেছেন লুইস এনরিকে। ৫০ বছর বয়সী কোচ তার স্কোয়াড সাজিয়েছেন আনসু ফাতি, এরিক গার্সিয়া, অস্কার রদ্রিগেজদের মতো তরুণ এবং ডেভিড ডি গিয়া, সার্জিও রামোস, সার্জিও বুসকেটসদের মতো অভিজ্ঞদের নিয়ে।

 

২০১৯/২০ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার স্বরূপ স্কোয়াডে জায়গা পেয়েছেন উনাই সিমন, পও তোরেস, সার্জিও রেগুইলন, মাইকেল মেরিনো, আদামা ট্রাওরে, ফেরান তোরেস এবং দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা মার্কো আসানসিও।  

নেশনস লিগে লা রোজারা জার্মানির মুখোমুখি হবে ০৩ সেপ্টেম্বর, স্টুটগার্টে। এর তিনদিন পর এস্তাদিও আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে ইউক্রেনকে আতিথেয়তা দেবে স্পেন।  

স্পেন স্কোয়াড: 

গোলরক্ষক: ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা, উনাই সিমন।  

ডিফেন্ডার: জেসুস নাভাস, দানি কারভাহাল, সার্জিও রামোস, পও তোরেস, দিয়েগো লরেন্তে, হোসে গয়া, সার্জিও রেগুইলন, এরিক গার্সিয়া।  

মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, থিয়াগো আলাকান্তারা, সার্জিও বুসকেটস, রদ্রি হার্নান্দেজ, মাইকেল মেরিনো, দানি ওলমো, অস্কার রদ্রিগেজ।  

ফরোয়ার্ড: রদ্রিগো মোরেনো, মাইকেল ওয়ারজাবাল, আদামা ট্রাওরে, মার্কো আসানসিও, আনসু ফাতি, ফেরান তোরেস।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।