ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কা সফরের পুলে থাকা সব ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
শ্রীলঙ্কা সফরের পুলে থাকা সব ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে মিনহাজুল আবেদীন নান্নু

করোনা ভাইরাসের কারণে ক্রিকেট থেকে দীর্ঘদিন বাইরে থাকার পর আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এই সফরের জন্য প্রথমিক দল ঘোষণা করা হবে সেপ্টেম্বরের ১০-১৫ তারিখের মধ্যে।

এছাড়াও ১৫ জন ক্রিকেটারকে স্ট্যান্ড-বাই রাখা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিহাজুল আবেদীন নান্নু। করোনার জন্যই ক্রিকেটারদের স্ট্যান্ড-বাই রাখা হবে জানান তিনি।  

নান্নু বলেন, ‘আমরা এটা মাথায় রেখেছি, আমাদের একটা পুল আছে ৩৮ জনের। সবাইকে কোভিড-১৯ টেস্ট করানো হবে। এটা আমরা ব্যাক-আপ হিসেবে প্রস্তুত রাখছি। সঙ্গে ২৪ জনের একটা এইচপি স্কোয়াডও সেখানে যাচ্ছে। ওইভাবেই আমরা ব্যালেন্স করে রাখছি। যাকে যখন দরকার হবে ব্যবহার করা হবে। দেশে তিনবার করোনা পরীক্ষা করে সেখানে গিয়ে আরেকটা টেস্ট হবে। আসলে দু’বার টেস্ট না করলে তো বুঝা যাবে না কে নেগেটিভ আছে। ’ 

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।