ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দ.আফ্রিকার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
দ.আফ্রিকার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

স্কুকুজাতে দলীয় অনুশীলন ক্যাম্প চলাকালে দক্ষিণ আফ্রিকার দু’জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

দুই খেলোয়াড়কে ইতেমধ্যে নিয়ম অনুসারে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কোন দু’জন ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তা প্রকাশ করা হয়নি।  

দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ‘আইসোলেশনে থাকা দুই খেলোয়াড়কে নিয়মিত ফলো-আপে রাখছে সিএসএ’র মেডিক্যাল দল। তাদের দু’জনের কোনো বিকল্প থাকছে না অনুশীলন ক্যাম্পে। ’

দ্বিতীয় সন্তানের জন্মদানের জন্য প্রোটিয়াদের অনুশীলন ক্যাম্পে আগে থেকে নেই ফাফ ডু প্লেসিস। এই অনুশীলন শুরু হয়েচে ১৮ আগস্ট। চলবে ২২ আগস্ট পযর্ন্ত।  

যারা আছেন অনুশীলন ক্যাম্পে: এইডেন মার্করাম, আন্দিলে ফেলুকায়ো, এনরিখ নর্তসে, বিউরান হ্যান্ডরিকস, বিয়র্ন ফরচুন, ড্যারিন দুপাভিলন, ডেভিড মিলার, ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গ্লেন্টন স্টার্ম্যান, হেইনরিখ ক্লাসেন, জানেমান মালান, জন-জন স্মাটস, জুনিয়র দালা, কাগিসো রাবাদা, কিগান পিটারসেন, কেশব মহারাজ, কাইল ভেরিন্নে, লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা, পিটার মালান, পিট ফন বিলজন, কুইন্টন ডি কক, রসি ফন ডার ডুসেন, রিজা হ্যান্ডরিকস, রুদি সেকেন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, তাবরিজ শামসি, টেম্বা বাভুমা, জুবায়ের হামজা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।