ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আজই বার্সার নতুন কোচের সঙ্গে মেসির সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আজই বার্সার নতুন কোচের সঙ্গে মেসির সাক্ষাৎ কোচ কোম্যান ও মেসি

রোনাল্ড কোম্যান বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়ার এখনও দুই দিনও হয়নি, ইতোমধ্যে ক্যাম্প ন্যুয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শুরু করেছেন ডাচ কোচ। তার মধ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। সাক্ষাতে বার্সায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।  

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর সবকিছু ঢেলে সাজাতে উঠেপড়ে লেগেছে কাতালানরা। ইতোমধ্যে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে সাবেক তারকা কোম্যানকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।  

তবে বায়ার্নের বিপক্ষে বিধ্বস্ত হওযার পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন যেন আরও ডালপালা মেলেছে।  বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ক্যাম্প ন্যু ছাড়ার কথা ক্লাব কর্মকর্তাদের জানিয়েছে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিষয়টি নিয়েই নতুন কোচ আলোচনায় বসতে যাচ্ছেন মেসির সঙ্গে।  

এছাড়া কোম্যান দলের আরও তিন সিনিয়র খেলোযাড় সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে এবং সের্গি রবার্তোর সঙ্গেও আলোচনায় বসতে পারেন জানিয়েছে মার্কা।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।