ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য হলেন মোহাম্মদ নবী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য হলেন মোহাম্মদ নবী মোহাম্মদ নবী

অলরাউন্ডার মোহাম্মদ নবীকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ৩৫ বছর বছর বয়সী তারকা এখনও আফগান জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন এবং বর্তমানে তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

বিদায়ী ৯ সদস্যের প্যানেলের বিকল্প হিসেবে এসিবি যে চারজন মেম্বারকে নিয়োগ দিয়েছে তাদের একজন নবী। বাকি তিনজন হলেন হাসিনা সাফি, রোহুল্লাহ খানজাদা এবং হারুন মীর। এই চারজনকে সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছেন এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফজায়ী এবং অনুমোদন দিয়েছেন প্যাট্রন-ইন-চিফ এইচ.ই মোহাম্মদ আশরাফ গনি।

গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে এক ম্যাচের টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান নবী। অবশ্য সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। এছাড়া খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটও। আসন্ন আইপিএলে তিনি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।