ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কিশোরগঞ্জে ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনকে আর্থিক অনুদান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
কিশোরগঞ্জে ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনকে আর্থিক অনুদান  কিশোরগঞ্জে ক্রীড়া সংশ্লিষ্ট ৪৫ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো অসচ্ছল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, রেফারি, আম্পায়ার এবং ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট ৪৫ জনের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।


অনুষ্ঠানে ৪৫ জনের প্রত্যেককে আর্থিক অনুদান হিসেবে সাত হাজার টাকা করে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ অনুদান বিতরণের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার কামাল, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজসহ অনেকে।  
 
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।