ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বাবা হারালেন নারী দলের ক্রিকেটার সুপ্তা, বিসিবির শোক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
বাবা হারালেন নারী দলের ক্রিকেটার সুপ্তা, বিসিবির শোক

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার বাবা সালাম সরকার। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সুপ্তার বাবা।

মৃত্যুর সময় তার বয়স ছিলো ৫০ বছর।

সুপ্তার বাবার মৃত্যুতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। হার্ট অ্যাটাক করেছিলেন সুপ্তার বাবা। অবস্থার অবনতি হলে গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করেনার পর বিসিবির ব্যবস্থাপনায় সুপ্তা মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। বাবার অসুস্থতার কথা শুনে বৃহাপতিবার (০৩ সেপ্টেম্বর) নিজ জেলা গাইবান্ধায় ফিরে যান সুপ্তা।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০

আরএআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।