ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

করোনা কাপ রাগবি চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
করোনা কাপ রাগবি চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ছবি: শোয়েব মিথুন

করোনা কাপ রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। সমাপনী ম্যাচে তারা বাংলাদেশ সেনাবাহিনী রাগবি দলকে ৪৫-০০ পয়েন্টে হারিয়েছে।

 

সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রাগবি ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় একদিন ব্যাপী আয়োজন করা হয় এই রাগবি প্রতিযোগিতা। বাংলাদেশ আনসার, বাংলাদেশ সেনাবাহিনী, ফ্লেইম বয়েস রাগবি ক্লাব ও ভিক্টোরিয়া রাগবি ক্লাব এই চারটি দল প্রতিযোগতায় অংশ নেয়।

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক জনাব সাঈদ আহমেদ ও রাগবি ফেডারেশন অন্যান্য সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৪৬ সেপ্টেম্বর ০৭, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।