ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

আগুয়েরোকে নিয়ে দুশ্চিন্তায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আগুয়েরোকে নিয়ে দুশ্চিন্তায় গার্দিওলা সার্জিও আগুয়েরো

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ভয় এখন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে না পাওয়ার। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আর্জেন্টাইন তারকাকে।

গত ২২ জুন বার্নলির বিপক্ষে ম্যাচের পর থেকে হাঁটুর চোটে ভুগছেন আগুয়েরো। যার কারণে গত মৌসুমের ঘরোয়া অভিযানেও শেষ ১০ ম্যাচ ৩২ বছর বয়সী ফরোযার্ডকে ছাড়া মাঠে নামতে হয়েছে সিটিজেনদের। এছাড়া আগস্টে চ্যাম্পিয়নস লিগের দু’টি ম্যাচও খেলতে পারেননি তিনি।  

গার্দিওলা জানিয়েছেন, সিটির রেকর্ড গোলদাতা এখন মাঠে নামতে পারবে কিনা তা অনিশ্চিত এবং তার সুস্থ হতে নভেম্বর পযর্ন্ত লাগতে পারে।  

সিটির কোচ বলেন, ‘আমরা জানি তার চোট গুরুতর। সে এখনও আমাদের সঙ্গে মৌসুমের একটি অনুশীলনেও থাকতে পারেনি এবং সার্জিও এমন লোক নয় যে, যার শারীরিক অবস্থা খুব দ্রুত উন্নতি ফিরবে। সে দীর্ঘ সময় ধরে বাইরে আছে। তাই তার প্রস্তুত হতে আরও এক কী দুই মাস লাগতে পারে।

আগুয়েরো না থাকলে সিটির আক্রমণভাগে তার বিকল্প হতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। গত মৌসুমের শেষদিকে ১২ ম্যাচে ৫ গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।