ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

তরুণ সিতসিপাসের কাছে হেরে অঘটনের শিকার নাদাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
তরুণ সিতসিপাসের কাছে হেরে অঘটনের শিকার নাদাল স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে দুই সেট এগিয়ে থেকেও হেরে অঘটনের শিকার রাফায়েল নাদাল।

আপাতত এককভাবে পুরুষ টেসিনের সর্বোচ্চ শিরোপা জেতা হলো না রাফায়েল নাদালের। চলমান অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তরুণ স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে দুই সেট এগিয়ে থেকেও হেরে অঘটনের শিকার হলেন রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই স্প্যানিশ তারকা।

আর পিছিয়ে পড়েও গ্রিক সেনসেশনের জয়টাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফিরে আসার গল্প হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় নাদাল প্রথম দুই সেট দারুণভাবে ৬-২ ও ৬-৩ গেমে জিতে এগিয়ে ছিলেন। তবে তৃতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ান সিতসিপাস। ৭-৬ গেমে টাইব্রেকারে যাওয়ার পর ৭-৪ গেমে জিতে নেন। আর পরের দুই সেট তিনি ৬-৪ ও ৭-৫ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন।

শেষ চারে রাশিয়ান দানিল মেদভেদভের বিপক্ষে খেলবেন সিতসিপাস।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।