ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলা শহরের তুফান কনভেনশন সেন্টার থেকে এ ম্যারাথন শুরু হয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

সেখানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল, সেনাবাহিনীর যশোর অঞ্চলের বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, ক্যাপ্টেন নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান বদু, ফিফা রেফারি তৈয়েব হাসান প্রমুখ।

৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম ২০ জনকে পুরস্কৃত করা হয়।  

এরা হলেন- আনারুল ইসলাম, মোহাম্মদ শহীদ, সাজিদুল করিম, অসীম সরদার ইদ্রিস, সোহাগ, রোহিত, সিদ্দিক, মোস্তাকিম, আলামিন, আতাউর রহমান, শাওন, আকাশ, ইসরাফিল ও আসাদুল।

এছাড়া নারীদের মধ্যে বিজয়ী হয়েছেন সোহানা খাতুন, আফরা খন্দকার, তাইফা শারমিন, তাসলিমা ও রিক্তা রানী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।