ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন খাগড়াছড়িতে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ভলিবল লীগ ২০২১ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল লীগের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

উদ্বোধনী খেলায় মারমা যুব কল্যাণ সংঘ ২-০ সেটে ফ্রেন্ডস ৯৮ মহাজন পাড়া ক্লাবকে হারায়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।