ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত  বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। এতে নানা বয়সি মানুষ অংশগ্রহণ করেছেন।

বুধবার (৩ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়।  

এই ম্যারাথনে প্রায় শ্রীমঙ্গলের মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ শতাধিক জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।

ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গত ১০ জানুয়ারি থেকে এ ম্যারাথন শুরু হয়। যা শেষ হবে আগামী ৭ মার্চ বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সিলেট ক্যান্টনমেন্টের মেজর মো. মাজহার হোসেন রব্বানী। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।   

ম্যারাথনটি শ্রীমঙ্গল উপজেলা বঙ্গবন্ধু কর্নার থেকে শুরু হয়ে উপজেলা সড়ক হয়ে গুহরোড, কলেজ রোড, ভাড়াউড়া-বুড়বুড়িয়া চা বাগান, বিটিআরআই রাস্তার প্রবেশ মুখ দিয়ে ভানুগাছ রোড ও শ্যামলী আবাসিক এলাকা হয়ে আবার উপজেলায় গিয়ে শেষ হয়।

৫ ও ১০ কিলোমিটার ম্যারাথনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ২ ঘণ্টাব্যাপী এ  ম্যারাথন শেষে ১৫ জনকে সংবর্ধনাসূচক মেডেল পরিয়ে দিয়েছেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।