ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা ক্রিকেটার অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা ক্রিকেটার অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন।

ঢাকা: ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় অল রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

মঙ্গলবার (০৯ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের টুইটার পেজে এ সংক্রান্ত খবর প্রকার করে।

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে অশ্বিন পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ৩২ উইকেট নিয়েছেন অশ্বিন। সিরিজ সেরার পুরষ্কারও ঘরে উঠেছে তারা।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন ইংল্যান্ডের টামি বেমন্ট। ইংরেজ ওপেনার ফেব্রুয়ারি মাসে তিনটি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেই তিন ম্যাচে তার সংগ্রহ ২৩১ রান। অর্ধ শতকের দেখা পেয়েছেন তিন ম্যাচেই।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।