ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুরু

রাজশাহী: রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর পদ্মা জোনের প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকালে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর অতিরিক্ত ডিআইজি মো. মুজাহিদুল ইসলাম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ও জেলা কাবাডি সমিতির সভাপতি ফিরোজ কবির মুক্তা।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ছয় জেলার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।