ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নারী হকিতে শিরোপা জিতলো বিকেএসপি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
নারী হকিতে শিরোপা জিতলো বিকেএসপি স্বাধীনতা কাপ হকিতে শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকিতে শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের ফাইনালে নড়াইল জেলাকে ৬-০ গোলে হারিয়েছে বিকেএসপি।

মওলানা ভাসানী স্টেডিয়ামে বুধবার এ ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে সাবেক মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির প্রশিক্ষণে বিকেএসপির মেয়েরা দুর্দান্ত পারফর্ম করেই জিতে চ্যাম্পিয়নের মুটুক জিতেছে।

ম্যাচে জোড়া গোল করেন অর্পিতা পাল ও শান্তিনা টুডু। আর একটি করে গোল করেন সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশি।

আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন নড়াইল জেলার নমিতা কর্মকার। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপির আর্পিতা পাল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।