ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জয়ী হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জয়ী হলেন যারা

খুলনা: খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এম মোয়াজ্জেম রশিদী দোজা। তিনি ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট  সাইফুল ইসলাম পেয়েছেন ১০৭ ভোট। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মোট ২৬টি পদের মধ্যে মোয়াজ্জেম রশিদী দোজার প্যানেল থেকে ১৭ জন ও অ্যাডভোকেট  সাইফুল ইসলামের প্যানেল থেকে নয় জন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গভীর রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। মোট ২২৪ জন ভোটারের মধ্যে নির্বাচনে ২২০ জন ভোটার ভোট দেন।

সংস্থার চারটি সহ-সভাপতি পদের মধ্যে সর্বাধিক ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজী শামীম আহসান। এছাড়া ১২৮ ভোট পেয়ে এস এম মোয়াজ্জেম রশিদী দারা, গোলাম রহমান ও আবুল মনসুর আজাদ সমান ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া এ পদে আরও যারা প্রার্থী ছিলেন তারা হচ্ছেন মুস্তাফিজুর রহমান বাবলু, মনিরুজ্জামান খোকন ও মামনুরা জাকির খুকুমনি। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মোতালেব মিয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ হেমায়েত উল্লাহ পেয়েছেন ১০১ ভোট। দুইটি যুগ্ম-সম্পাদক পদে জি এম রেজাউল ইসলাম ১১৫ ভোট পেয়ে ও মোমতাজ আহম্মেদ তুহিন ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসান জহীর মুকুল ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউসুফ আলী পেয়েছেন ৯১ ভোট।  

১৩টি সদস্য পদে মোট প্রার্থী ছিলেন ২৩ জন। ১৩৯ ভোট পেয়ে সদস্য পদে মোল্লা খায়রুল ইসলাম প্রথম সদস্য নির্বাচিত হন। এছাড়া এস এম খালেদীন রশিদী সুকর্ন ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয়, বেলাল হোসেন ১৩২ ভোট পেয়ে তৃতীয়, মো. তরিকুল ইসলাম ১৩০ ভোট পেয়ে চতুর্থ, নাজমুস সাদাত সিদ্দিকী সুমন ১২৮ ভোট পেয়ে পঞ্চম, ইনামুল কবীর মন্নু ১২৭ ভোট পেয়ে ষষ্ঠ, আহমেদুল কবীর চাইনীজ ১২৫ ভোট পেয়ে সপ্তম, মনোয়ার আলী মনু ১২৩ ভোট পেয়ে অষ্টম, ১২৩ ভোট পেয়ে ইমতিয়াজ হোসেন পিলু নবম, শাহ আসিফ হোসেন রিংকু ১২০ ভোট পেয়ে দশম, ফরহাদ নেওয়াস সিমু ১১৯ ভোট পেয়ে একাদশ, নাজমুল ইসলাম ১১৭ ভোট পেয়ে দ্বাদশ ও ফয়সাল আহমেদ পপা ১১৬ ভোট পেয়ে ত্রয়োদশ সদস্য নির্বাচিত হন।  

উপজেলা সংরক্ষিত দু’টি পদের মধ্যে কে এম ইকবাল ১২৮ ভোট পেয়ে ও খান নজরুল ইসলাম ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপর দুই প্রার্থী ছিলেন মো. সিয়াবুদ্দিন ফিরোজ বুলু ও জামিল আখতার লেলিন। মহিলা সংরক্ষিত পদে ১২০ ভোট পেয়ে ফারহানা আহমেদ ও ১১৮ ভোট পেয়ে শাহনাজ ফাতেমা আজাদ মৌরি নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী ছিলেন হালিমা ইসলাম।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩ এপ্রিল খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফলে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গঠনতন্ত্র অনুসারে লটারিতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হন কাজী শামীম আহসান। জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার বলে সংস্থার সভাপতি।

নির্বাচনে দারা-রফিকুল-শামীম-মোতালেব-সুজন পরিষদের সম্মিলিত ক্রীড়া সংগঠকের অধিকাংশ প্রার্থী বিজয়ী হন। এ নির্বাচনে ২২০ জন ভোটারের মধ্যে ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।