ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতলেন রফিকুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতলেন রফিকুল

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতেছেন মো. রফিকুল ইসলাম।

মেনস ফিজিক ১৭৩ এর বেশি দৈহিক উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের রফিকুল।

রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন।

মেনস সিনিয়র বডি বিল্ডিং ৫৫ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।

মেনস সিনিয়র বডি বিল্ডং ৬০ কেজি দৈহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম  খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০% মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।