ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতলো বর্ডার গার্ড বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতলো বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (০৪ এপ্রিল) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর মলসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারকে  ৩৬-২৬ গোলে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বিজিবি।

 

প্রথমার্ধে শেষে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা। ম্যাচ শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।

পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এর আগে চাঁপাইনবাবগঞ্জকে ৩৪- ২৭ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।