ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাস্কেটবলের ফাইনালে সেনাবাহিনী-নৌবাহিনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
বাস্কেটবলের ফাইনালে সেনাবাহিনী-নৌবাহিনী

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বাস্কেটবল (পুরুষ) ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৭০-৬৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপর সেমিফাইনালে রাজশাহী জেলাকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সেনাবাহিনীর আলমগীর সর্বোচ্চ ১৪ পয়েন্ট করেন। ১৩ পয়েন্ট মিজানুরের। বিমান বাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার তারেক, ৩০ পয়েন্ট। শামসুল করেন ১৩ পয়েন্ট।

দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ১১৬-৫৬ পয়েন্টে উড়িয়ে দেয় রাজশাহী জেলাকে। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার মিথুন, ২৪ পয়েন্ট। সোয়াদ করেন ১৮ পয়েন্ট। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট করেন হ্যারি।

ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে আগামীকাল বৃহস্পতিবার সোনার লড়াইয়ে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী। আজ ব্রোঞ্জের (তৃতীয় স্থান) লড়াইয়ে নামবে বাংলাদেশ বিমানবাহিনী ও রাজশাহী জেলা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।