ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সাকিবের দলে করোনার হানা, কেকেআর-আরসিবি ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ৩, ২০২১
সাকিবের দলে করোনার হানা, কেকেআর-আরসিবি ম্যাচ স্থগিত

করোনার নতুন ভেরিয়্যান্টের সংক্রমণে ধরাশায়ী ভারত। প্রতিদিন শনাক্ত হচ্ছে প্রায় চার লাখ।

মৃত্যুও হচ্ছে তিন হাজারের বেশি। এরই মধ্যে চলছে ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। বিশ্বজুড়ে নানান সমালোচনার পরও এই খেলা বন্ধ করেনি দেশটি।

এরই মধ্যে কয়েকজন ক্রিটারের পরিবার আক্রান্ত হওয়ায় তারা দল ছেড়েছেন। এবার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সে হানা দিলো করোনা। দলের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে সোমবার (৩ মে) অনুষ্ঠেয় কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ।

এ তথ্য জানিয়েছে ইএসপিএন।

এর আগে দলের অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স করোনা আক্রান্ত বলে শোনা গেলেও দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।  

ইএসপিএন জানায়, স্পিনার বরুন চক্রবর্তী ও বোলার সন্দ্বীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত। আইপিএলে এটাই প্রথম করোনার হানা। এর আগে কোনো খেলোয়াড়ের করোনা পজিটিভ শোনা যায়নি। তবে রবিচন্দ্রন অশ্বিন পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় দল ছাড়েন।

স্থগিত ম্যাচটি কবে হবে সেটা এখনো জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০৩, ২০২১
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।