ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ১১, ২০২১
আর্জেন্টিনার দল ঘোষণা

কোপা আমেরিকা দোরগোড়ায়। টুর্নামেন্টের টপ ফেভারিট ব্রাজিল দল ঘোষণা করেছে আগেই।

এবার দল ঘোষণা করলো অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলতে না পারা গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকো স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন লুকাস আলারিও। বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন চারজন।

আর্জেন্টিনার কোপা আমেরিকা দল:
গোলরক্ষক
ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো।

ডিফেন্ডার
গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো।

মিডফিল্ডার
মার্কোস আকুনইয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ।

ফরোয়ার্ড
লিওনেল মেসি, নিকলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।