ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হলো মিনিস্টার গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ২১, ২০২১
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হলো মিনিস্টার গ্রুপ ...

ঢাকা: আগামী ৭ জুলাই শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ধারাবাহিক সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে পাশে থাকছে মিনিস্টার গ্রুপ।

এটি দীর্ঘ আট বছর পরে টাইগারদের প্রথম জিম্বাবুয়ে সফর।

এই সফরে বাংলাদেশ ক্রিকেট দল একটি টেস্ট, তিনটি ওয়ান-ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। খেলা চলবে ৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত। কোভিড পরিস্থিতির জন্য এই ইভেন্টের কোনো আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

এ সম্পর্কে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এমএ রাজ্জাক খান রাজ বলেন, মিনিস্টার গ্রুপ সবসময়ই দেশের স্পোর্টস খাতকে নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই সিরিজের এসোসিয়েট স্পন্সর হিসেবে পাশে থাকছে মিনিস্টার গ্রুপ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।