ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের স্পন্সর আলেশা কার্ড ও ওয়ালটন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের স্পন্সর আলেশা কার্ড ও ওয়ালটন

ঢাকা: সফররত অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের টি২০ সিরিজের টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে আলেশা কার্ড ও ওয়ালটন।

সোমবার (০২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি২০ সিরিজ-২০২১- প্রেজেন্টেড বাই আলেশা কার্ড, পাওয়ার্ড বাই- ওয়ালটন’।

এবারের সিরিজে ৩ থেকে ৯ অগাস্ট পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে দিবা-রাত্রির এসব ম্যাচ হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

রোববার ভার্চুয়াল এক অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

অনুষ্ঠানে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

এ সময় সিরিজের টাইটেল স্পন্সর আলেশা কার্ডের পক্ষে আলেশা হোল্ডিংসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম সিকদার, ওয়ালটন গ্রুপের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন উপস্থিত ছিলেন।

বাংলদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।