ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

টোকিও অলিম্পিক: শেষ হলো ‘বন্ধ দরজার গেমস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
টোকিও অলিম্পিক: শেষ হলো ‘বন্ধ দরজার গেমস’

করোনাকালে ‘বন্ধ দরজার’ ভেতর আয়োজিত টোকিও অলিম্পিক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ১৭ দিনের ক্রীড়াযজ্ঞ।  

জাপানের রাজধানী টোকিওতে রোববার পর্দা নামে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের।

শুরুতেই বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা হাজির হন বিদায়ী সম্ভাষণ জানাতে। এরপর চলে নানান আনুষ্ঠানিকতা। তাতে অংশগ্রহণ করে এসকেএ ব্যান্ড, ফুটবল ফ্রি-স্টাইলার, ব্রেক ড্যান্সার এবং বিএমএক্স রাইডাররা।  

৬২টি দেশ ছাড়া বাকি অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে মাঠে প্যারেডে অংশ নেন তাদের পতাকা বহনকারীরা। এরপর ২০২৪ অলিম্পিকের আয়োজক ফ্রান্সের তেরঙ্গা জাতীয় পতাকা এয়ার ডিসপ্লের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয়।  

করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে এ বছরের জুলাইয়ে শুরু হয় অলিম্পিকস। একই কারণে স্টেডিয়ামগুলো ছিল দর্শকশূন্য এবং অংশগ্রহণকারী অ্যাথলেটরা গেমসের ভিলেজ থেকে বাইরে বের হতে পারেননি। তারপরও অ্যাথলেট ও গেমস সংশ্লিষ্ট হাজারখানেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন অ্যাথলেটদের করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। খাদ্য গ্রহণ, অনুশীলন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাড়া বাকি সময় সবাইকে মাস্ক পরে থাকতে হয়েছে।

টোকিও অলিম্পিক শুরুতেই ধাক্কা খায় স্থানীয়দের বিক্ষোভের কারণে। সমাপনী অনুষ্ঠানের সময়ও কয়েকশ বিক্ষোভকারী জাপানের জাতীয় স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন। এদের মধ্যে প্রায় ৩০ জন আবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। তবে স্থানীয়দের অনেকে আবার তীব্র গরম উপেক্ষা করে অনুষ্ঠানের কিছুটা ছোঁয়া পেতে হাজির হন পাশের রাস্তায়। অনেককে আবার আউটডোর ইভেন্টের ভেন্যু এবং ওভারপাসে দাঁড়িয়ে জাপানের পতাকা নাড়াতেও দেখা যায়।

অধিকাংশ ভেন্যুতে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকায় জাপানিরা টোকিও ১৯৬৪ অলিম্পিকের পর এত বড় আসর বসলেও গ্যালারিতে বসে উপভোগ করতে পারেনি। অথচ ২০১৩ বুয়েনস এইরেসে আয়োজক স্বত্ব পাওয়ার পর ১৩ বছর অপেক্ষায় ছিল তারা। তবে টেলিভিশন ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে তারা প্রত্যক্ষ করেছেন নিজ দেশে আয়োজিত বৈশ্বিক এই ক্রীড়ামেলা।  

এবারের গেমস অনেক নতুন অ্যাথলেটের তারকা হিসেবে আবির্ভাব দেখেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কায়লেব ড্রেসেল সাঁতারে ৫ সোনা জিতে অনন্য কীর্তির মালিক বনে গেছেন। জ্যামাইকার এলেইন টম্পসন-হেরাহ দৌড়ে জিতেছেন ৩ সোনা। জিমন্যাস্টিকসে দুই সোনা জিতেছেন জাপানের ডাইকি হাশিমোতো।  

এবারের আসর শুধু অ্যাথলেটদের উত্থানই দেখেনি, দেখেছে পতন এবং সাক্ষী হয়েছে অসাধারণ অনেক মুহূর্তের। যেমন, ইতালির জিয়ানমার্কো টাম্বেরি এবং কাতারের মুতাজ বারশিম হাই-জাম্পে প্রতিদ্বন্দ্বিতার বদলে সোনা ভাগ করে নিয়েছেন। আবার যুক্তরাষ্ট্রের তারকা সিমোনে বাইলস, যার বেশ কয়েকটি সোনা জেতার কথা, কিন্তু তিনি মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে ছয়টি ইভেন্টের মধ্যে ৫টি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত একটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ জিতে নেন এই সুপারস্টার অ্যাথলেট।  

আর মাত্র ১৮০ দিন পর অর্থাৎ ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বেইজিংয়ে বসবে শীতকালীন অলিম্পিকের আসর। এরপর পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে ফ্রান্সের প্যারিসে।  

অবস্থান

দেশ

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট পদক

যুক্তরাষ্ট্র

৩৯

৪১

৩৩

১১৩

চীন

৩৮

৩২

১৮

৮৮

জাপান

২৭

১৪

১৭

৫৮

গ্রেট ব্রিটেন

২২

২১

 ২২

৬৫

আরওসি (রাশিয়া)

২০

২৮

২৩

৭১

অস্ট্রেলিয়া

১৭

২২

৪৬

নেদারল্যান্ডস

১০

১২

১৪

৩৬

ফ্রান্স

১০

১২

১১

৩৩

জার্মানি

১০

১১

১৬

৩৭

১০

ইতালি

১০

১০

২০

৪০

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।