ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

২০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল গোপালগঞ্জ আবহানী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
২০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল গোপালগঞ্জ আবহানী

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে দু’শ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র এ সংবর্ধনার আয়োজন করে।

ধবার দুপুরে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী বক্তব্য রাখেন।

পরে অতিথিবৃন্দ সদর উপজেলার দু’শ বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এর আগে অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।