ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্যারা অলিম্পিকে যেতে সাহায্যের আকুতি আফগান অ্যাথলেটের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
প্যারা অলিম্পিকে যেতে সাহায্যের আকুতি আফগান অ্যাথলেটের

তালেবান কর্তৃক আফগানিস্তানের দখল নেওয়ায় দেশটির ফুটবলার, ক্রিকেটারসহ অনেকেই শঙ্কায় রয়েছেন। যার প্রভাব পড়েছে প্যারা অলিম্পিকেও।

টোকিওতে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকের চলতি আসরে অংশগ্রহণ করতে আফগানিস্তানের অ্যাথলেট জাকিয়া খুদাদাদি পড়েছেন বিপাকে। কাবুল থেকে পালিয়ে হলেও স্বপ্নের অলিম্পিকে অংশগ্রহণ করতে সবার কাছে সাহায্য চেয়েছেন এ অ্যাথলেট।

মঙ্গলবার (১৭ আগস্ট) এবারের প্যারা অলিম্পিকে আফগানিস্তানের হয়ে অংশগ্রহণ করতে টোকিওর উদ্দেশে রওয়ানা দেয়ার কথা ছিল তাইকোয়ান্দো অ্যাথলেট জাকিয়া খুদাদাদি ও ট্র্যাক অ্যাথলেট হোসাইন রসুলির। কিন্তু এর আগের দিন সোমবার তালেবান কর্তৃক দেশটির দখল নেয়ায় আফগানিস্তান প্যারা অলিম্পিক কমিটি (এপিসি) তাদের ভ্রমণ বাতিল করে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টর্সকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তাইকোয়ান্দো অ্যাথলেট খুদাদাদি পরিবারের সঙ্গে নিজেকে ‘বন্দী’ দাবি করে বলেন, অলিম্পিকে অংশগ্রহণ করতে প্রস্তুতির জন্য ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছেন না তিনি। এমনকি নিজের সন্তানদের জন্য খাবার কিনতেও বের হতে পারছেন না।

নিজের স্বপ্নের অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য সাহায্য চেয়ে খুদাদাদি বলেন, ‘আমি টোকিওতে প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন। প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করতে চাওয়া একজন নারী তার অধিকার থেকে যেন বঞ্চিত না হতে হয় সেজন্য আমি বিশ্বের সকল নারী, নারী অধিকার রক্ষা প্রতিষ্ঠান ও সকল সরকারি সংস্থা থেকে সাহায্য চাই। ’

এদিকে মঙ্গলবার (১৭ আগস্ট) নিজেদের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান জানায় ইসলামিক নীতির মধ্যে থাকা নারীদের সকল অধিকারকে তারা সম্মান করে। এমনকি খেলার ব্যাপারেও তারা খুব ইতিবাচক। এখন দেখার বিষয় প্যারা অলিম্পিক নিয়ে তারা কি উদ্যোগ নেয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।