ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শ্রীমঙ্গলে ব্যাডমিন্টন টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
শ্রীমঙ্গলে ব্যাডমিন্টন টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিন্টু ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল ২য় ও ৪র্থ একাডেমি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল সখিনা সিএনজি পাম্পের শের আলী হেলাল চৌধুরী ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল রাউন্ড ৪র্থ একাডেমি কাপ চ্যাম্পিয়ন সারথী দল ও ২য় একাডেমি কাপে চ্যাম্পিয়ন হয় আকাশ দাশ ও নিরব চক্রবর্তী।

টুনার্মেন্টে কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ৫টি করে মোট ১০টি টিম অংশ নেয়।

খেলা শেষে বুধবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সিনিয়র ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিনহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী বিকুল চক্রবর্ত্তী, ব্যবসায়ী গৌরাঙ্গ চক্রবর্তী, অভিভাবক নিতাই চক্রবর্ত্তী, ডাঃ পান্না লাল দাশ ও টুর্নামেন্ট পরিচালক মিন্টু দাশ।

১৫ দিন আগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব শের আলী হেলাল চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০২১
বিবিবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।