ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

নড়াইলে শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নড়াইলে শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগের উদ্বোধন নড়াইলে শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগের উদ্বোধন

নড়াইল: অনূর্ধ্ব ১৪ বছরের কিশোরদের নিয়ে নড়াইলে শুরু হয়েছে শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগ। প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল উপ-পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম শান্ত, ফুটবল উপ-পরিষদের সম্পাদক মো. রেজাউল বিশ্বাস, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।  

অনূর্ধ্ব ১৪ বছরের কিশোরদের নিয়ে এ ফুটবল লীগে উদ্বোধনী খেলায় বি বি এস খেলোয়াড় কল্যাণ সমিতি ও সিটি ক্লাব তুলারামপুর ১-১ গোলে ড্র করে। খেলা পরিচালনা করেন শাহরিয়ার পারভেজ উজ্জল, আজিজুল ইসলাম, হাফিজুর রহমান সাগর ও বিজয় কুমার ঘোষ।

প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে এবং প্রতিটি গ্রুপে তিনটি দল নিয়ে মোট ১২টি দল অংশ নিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগ-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।