ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে নাদাল

ফ্রান্সের আন্দ্রিয়োঁ মানারিনোকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শেষ ষোলোর ম্যাচে মানারিনোকে ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই নাদাল।

৬৯তম বাছাই মানারিনো শুরুতে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। ৮১ মিনিট স্থায়ী প্রথম সেটটি শেষ হয় ৩০ পয়েন্ট টাইব্রেকারে। তবে পরের দুই সেট অনায়াসেই জিতে নেন নাদাল। জয় নিশ্চিত করেন প্রথম ম্যাচ পয়েন্টেই।

স্প্যানিশ টেনিস তারকা নাদাল সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার দেনিস শাপোভালোভের মুখোমুখি হবেন। এর আগে চোটের কারণে পাঁচ মাস বাইরে ছিলেন সাবেক এই নাম্বার ওয়ান। রেকর্ড ১২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি হাতছানি দিচ্ছে তাকে। ২০ বার করে জিতে বর্তমানে নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার রেকর্ডটির যৌথ মালিক।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।