ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পাঁচ সেটের লড়াই শেষে সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
পাঁচ সেটের লড়াই শেষে সেমিফাইনালে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককে ঘাম ঝরান জয় পেয়েছেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের কঠিন লড়াইয়ে কানাডার ডেনিস শাপোভালোভকে হারিয়ে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা।

ষষ্ঠ বাছাই নাদাল প্রথম দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে নেন। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়ান শাপোভালোভ। জিতে নেন ৬-৪ ও ৬-৩ গেমে। কিন্তু শেষ সেটে বিশ্বসেরা সাবেক তারকার সঙ্গে আর পেরে ওঠেননি। এবার নাদাল জিতে যান ৬-৩ গেমে।

দীর্ঘ দিনের ইনজুরি থেকে সুস্থ হয়ে আসা নাদাল এই টুর্নামেন্টে দুর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছেন। যেখানে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি তিনি একবারই জিতেছেন ২০০৯ সালে।

কিন্তু রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর সামনে দ্বিতীয়বার জেতার ভালোর সুযোগ রয়েছে। কেননা এবার রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ নেই।

শেষ চারে ৩৫ বছর বয়সীর প্রতিপক্ষ হতে পারেন মাত্তেও বেরেত্তিনি অথবা গায়েল মনফিলস।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।