নড়াইল: নড়াইলে শুরু হয়েছে কিউট প্রথম বিভাগ (পুরুষ ও নারী) হ্যান্ডবল লিগ। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌসুমী (কিউট) ইন্ডাষ্ট্রিস লিঃ এর পৃষ্ঠপোষকায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এ খেলার আয়োজন করে।
শনিবার (০৫ ফ্রেরুয়ারি) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
হ্যান্ডবল উপ-পরিষদের সহযোগিতায় ১ম বিভাগ হ্যান্ডবল লীগের সভাপতি হাসানুজ্জামান সভাপতিত্বতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রওশন আরা কবীর লিলি, সহ সাধারন সম্পাদক কৃঞ্চ পদ দাশ, কোষাধক্ষ্য আব্দুর রশিদ মন্নু প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এগিয়ে চলেছে। নড়াইলে ফুটবল, ক্রিকেট, হাডুডু, টেবিল টেনিস সহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মুর্তজার মতো আরো নতুন নতুন খেলায়োড়ের সৃষ্টি হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ্য থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমতে পারে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন।
কিউট প্রথম বিভাগ (পুরুষ ও নারী) হ্যান্ডবল লিগে পুরুষ গ্রুপে ১২টি দল ও নারী গ্রুপে ৬টি সহ মোট ১৮টি দল অংশগ্রহণ করছে ।
উদ্বোধনী দিনে পুরুষ গ্রুপে খেলায় নড়াইল রাইফেল ক্লাব ১৬-৭ গোলে উদয়ন সংঘ ও নারী গ্রুপে জুয়েল স্মৃতি সংসদ ৭-২ গোলে শহীদ মানিক চয়ন স্মৃতি সংসদকে পরাজিত করে শুভ সূচনা করে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এমএমএস