ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার চতুর্থ ম্যাচে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের জার্সিধারীরা।

আজ বৃহস্পতিবার এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে ওমানকে। সেমিফাইনালে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে।  

শুরুতে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পর পর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে। এরপর শেষ কোয়ার্টারে মাত্র ২ মিনিটের ব্যবধানে ২ গোল করে নাটকীয় জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান বাংলাদেশের খোরশেদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।