ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ভারতের জুটিকে হারিয়ে রোমান-নাসরিনের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
ভারতের জুটিকে হারিয়ে রোমান-নাসরিনের স্বর্ণ জয়

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) ভারতের জুটি রিধি ও সালেঙ্কেকে হারিয়ে আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোমান সানা-নাসরিন আক্তার জুটি।

শনিবার থাইল্যান্ডের ফুকেটে ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জেতে বাংলাদেশ।

মালয়েশিয়া ব্রোঞ্জ পেয়েছে।

আসরে এই প্রথম সোনার পদক পেল বাংলাদেশ। নাসরিনের অবশ্য আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ নারী এককের ফাইনালে তিনি ও আরেক বাংলাদেশি প্রতিপক্ষ দিয়া সিদ্দিকী উঠেছেন। ফলে বাংলাদেশ এই ইভেন্টের দুটি পদকই পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৯ মার্চ, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।