ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বাংলাদেশের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এবার মালয়েশিয়াকে পাত্তাই দিল না। মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ।

রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রথমার্ধে ২৬-১৪ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। মালয়েশিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তেমন সুযোগ দেয়নি স্বাগতিকরা। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুহিন-আরদুজ্জামানরা।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দাড়াতেই পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত ৫৬-২১ পয়েন্টে বড় জয় পায় বাংলাদেশ। মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার, গতকাল শ্রীলঙ্কার কাছে ৫৩-২৬ পয়েন্টে হারে তারা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।