ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় টুর্নামেন্টটির ফাইনালে নির্ধারিত সময় শেষে ১-১ ব্যবধানের ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

সেখানে ৬-৪ ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ হকি দল।

রোববার (২০ মার্চ) ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ দিকে সতীর্থের লম্বা পাস ধরে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে সমতায় ফিরে ওমান। পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার আক্রমণ করেও পারেনি গোল করতে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ওমানের চারজন গোল করার পর পঞ্চম শট নিতে এসে বাইরে মারেন ওমানের বেইত মাহমুদ বেইত। ফরহাদ আহমেদ শিতল, সবুজ, রোমান সরকার ও নাইম শেখের গোলে ছিল সমতা। পুস্কর ক্ষীসা মিমো শেষ শটে লক্ষ্যভেদ করলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল দল। সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।