ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

কেনিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
কেনিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

ফাইনালে কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতলো বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের এটি টানা দ্বিতীয় শিরোপা জয়।

 

আহ বৃহস্পতিবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩৪-৩১ পয়েন্টে জিতেছে স্বাগতিকরা। গত আসরেও এই কেনিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর ১৮-১৭ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। তবে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এক পর্যায়ে ৩১-২৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। তবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে ৩২-৩১ পয়েন্ট করে কেনিয়া। কিন্তু শেষ পর্যন্ত আর কেনিয়াকে সুযোগ দেয়নি বাংলাদেশ।

এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারানোর পর মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’গ্রুপের সেরা হয় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর সেমিফাইনালে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।