ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সেল্টাকে হারিয়ে ‘দুইয়ে’ থাকার কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মে ১১, ২০২২
সেল্টাকে হারিয়ে ‘দুইয়ে’ থাকার কাছে বার্সেলোনা

ডিফেন্ডারদের মারাত্মক ভুলে বারবার পিছিয়ে পড়ার শঙ্কা জাগে বার্সেলোনার। যদিও সুযোগগুলো সেভাবে কাজে লাগাতে পারেনি প্রতিপক্ষ সেল্টা ভিগো।

এর মধ্যে আবার শেষ আধঘণ্টা তাদের খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। অন্যদিকে আক্রমণে নিজেদের কাজটা ঠিকঠাক করে তাদের হারিয়েছে বার্সা।  

স্প্যানিশ লা লিগার ম্যাচে মঙ্গলবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন পিয়েরো এমরিক অবামেয়াং, গোল পেয়েছেন মেম্ফিস ডিপাইও। এই জয়ের পর লিগের শীর্ষ দুইয়ে থেকে আগামী মৌসুমে সুপার কাপ খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে কাতালান ক্লাবটি।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পের ম্যাচটিতে ১৪তম মিনিটেই পিছিয়ে যেতে পারত বার্সেলোনা। দানি আলভেসের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ইয়াগো আসপাস। তার সামনে তখন কেবল বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। কিন্তু পেছন থেকে দৌড়ে এসে দারুণ চ্যালেঞ্জে দলকে বিপদমুক্ত করেন রোনাল্ড আরোউহো।

৩০তম মিনিটে এসে প্রথম গোলের দেখা পায় বার্সা। ডিপাইয়ের গোলে বড় অবদান উসমান দেম্বেলের। মাঝমাঠ থেকে বল পেয়ে সামনে থাকা দুই ডিফেন্ডারকে পায়ের কারিকুরিতে ফাঁকি দেন তিনি। এরপর বল কাটব্যাক করেন ডি বক্সে থাকা ডিপাইকে। তার শট সেল্টা ভিগো গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।  

বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এবার বল জালে জড়ান অবামেয়াং। সেল্টার মেক্সিকান ডিফেন্ডার নেস্তর আরোউহো মাটিতে পড়ে গেলে বল পান তিনি। তার শটে জোর না থাকলেও সেটা জালে জড়ানোর জন্য যথেষ্ট ছিল।

বিরতির ঠিক পরেই আবারও দেম্বেলে নৈপুন্যে এগিয়ে যায় বার্সা। ডানদিক থেকে বল পায়ে ডি বক্সে ঢুকে তিনি বল দেন অবামেয়াংকে। গোল করতে ভুল করেননি গ্যাবনের এই ফরোয়ার্ডও।

এই গোলের দুই মিনিট পরই দৃষ্টিকটু এক ভুল করেন বসেন বার্সা ডিফেন্ডাররা। গালহার্দোর পাস পেয়ে অনায়াসে গোল করেন অরক্ষিত থাকা আসপাস। এরপর যেন হুশ ফিরে বার্সার। ডিফেন্সে বাড়তি মনোযোগ দেয় তারা। কিন্তু ৫৮ মিনিটে মুরিয়ো লাল কার্ড দেখলে পরিস্থিতি বদলে যায়।  

প্রতি আক্রমণ ঠেকানোর চেষ্টায় নিজেদের ডি বক্সের ঠিক সামনে মেম্ফিসকে ফাউল করে ঠেকিয়ে লাল কার্ড দেখতে হয় তাকে। একই সময় গাভির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তারই সতীর্থ আরোউহো। প্রথমে খুব বড় কিছু মনে না হলেও পরে তাকে হাসপাতালে নিতে হয় অ্যাম্বুলেন্সে করে।  

খেলা শুরুর পর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে, কিন্তু কেউই আর গোলের দেখা পায়নি। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা আনসু ফাতি ভালো একটা সুযোগ পেয়েছিলেন। তবে তিনি শট লক্ষ্যে রাখতে পারেননি।  

৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকার পথে আরও এগিয়ে গেল বার্সা। সুপার লিগে খেলতে হলে রানার্স-আপ হতেই হবে তাদের। এই দৌড়ে থাকা সেভিয়ার ৬৫ ও আতলেতিকো মাদ্রিদের ৬৪ পয়েন্ট। দুই দলই অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।

এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।