ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রোনালদোকে পেছনে ফেললেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ১২, ২০২২
রোনালদোকে পেছনে ফেললেন মেসি

মাঠে এবং মাঠের বাইরে সময়ের দুই অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির প্রতিযোগিতা চলে সমানতালে। এবার আয়ের হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি।

র্ফোবসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
গত এক বছরে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের আয় ১৩৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৫৬ কোটি টাকা)। বার্সেলোনায় কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখিন হলেও প্যারিস সেইন্ট জার্মেইয়ে লিওনেল মেসির আয় বেড়েছে অনেকটাই। পিএসজিতে বিভিন্ন কম্পানির সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকেই মেসির আয় বাৎসরিক প্রায় ৭৫ মিলিয়ন ডলার।
অন্যদিকে মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। ফোর্বসের হিসেবে তার বাৎসরিক আয় ১১৫মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯৯কোটি ৪০ লাখ টাকা)। ৯৫ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।