ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ হকি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এশিয়া কাপ মিশনে বাংলাদেশ হকি দল

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশ হকি দলের। এবার রেজাউল-আশরাফুলদের মিশন এশিয়া কাপ।

থাইল্যান্ড থেকে আজ ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বাংলাদেশ হকি দল।

আগামী ২৩ মে জাকার্তায় শুরু হবে হিরো এশিয়া কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। 'এ' গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।

বাংলাদেশ ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে হেরেছে ৬-২ গোলে। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে আশরাফুলদের সামনে। এই সুযোগ নিশ্চই কাজে লাগাতে চাইবেন তারা।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা, ১৬ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।