ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

সামার স্কুল গেমসে আর্চারিতে তৃতীয় সাগর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ১৯, ২০২২
সামার স্কুল গেমসে আর্চারিতে তৃতীয় সাগর

ফ্রান্সের নরম্যান্ডিতে ১৯তম সামার স্কুল গেমস ২০২২ আর্চারি বিভাগে খেলছে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আর্চারি দল। আজ রিকার্ভ বালক বিভাগে বাংলাদেশের মো: সাগর ইসলাম ৬৬৪ স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেছেন।

এছাড়া মো: মিশাদ প্রধান ৬৩৬ স্কোর করে ১৫তম ও মো: রাকিব মিয়া ৬৩১ স্কোর করে ১৭তম স্থান অর্জন করেন।

রিকার্ভ বালিকা বিভাগে ফামিদা সুলতানা নিশা ৫৯১ স্কোর করে ২১তম স্থান অর্জন করেন। কম্পাউন্ড বালক বিভাগে মো: আসিফ মাহমুদ ৬৮৩ স্কোর করে ৮ম স্থান অর্জন করেন। কম্পাউন্ড বালিকা বিভাগে পুস্পিতা জামান ৬৫৯ স্কোর করে ৬ষ্ঠ স্থান অর্জন করেন।

রিকার্ভ বালক দলগতভাবে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৯৩১ স্কোর করে ৪র্থ স্থান অর্জন করে। রিকার্ভ মিশ্র দলগতভাবে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১২৫৫ স্কোর করে ৭ম স্থান অর্জন করে।

রিকার্ভ বালক এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের ১/১৬ খেলায় বাংলাদেশের মো: সাগর ইসলাম বাই পেয়ে ১/৮ খেলায় উন্নীত হন। গেমসের আরর্চারি ডিসিপ্লিন আগামী ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৯ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।