ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

আগামীকাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২২, ২০২২
আগামীকাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন

এশিয়া কাপ বাছাই পর্বের ফাইনালে পৌঁছালেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ হকি দল। ফাইনালে ওমানের কাছে হারলেও মূল পর্ব আগেই নিশ্চিত করেছে দলটি।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়ান হকির সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট এশিয়া কাপ হকির মিশন শুরু কাল থেকেই। ইন্দোনেশিয়ায় প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

মূল পর্বের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটো ম্যাচেই হেরেছে তারা। আসরের সবগুলো দলই বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে। তাই শিরোপার চাইতে ভালো অবস্থানে টুর্নামেন্ট শেষ করাই বাংলাদেশের লক্ষ্য।

এশিয়া কাপে বাংলাদেশ খেলছ ‘বি’ গ্রুপে। দক্ষিণ কোরিয়া ছাড়াও এই গ্রুপে আছে ওমান ও মালয়েশিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।

‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে-ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। উদ্বোধনী দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের ওমান খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে জাপান-ইন্দোনেশিয়া ও ভারত-পাকিস্তান।

চারবারের চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে আশা জাগাচ্ছে নিকট অতীতের অভিজ্ঞতা। গত বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে লড়ে জিততে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে হারিয়েছিল ৩-২ গোলে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ২২, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।