ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বিশ্বাসই হচ্ছে না আনচেলত্তির, ফেরার বার্তা ক্লপের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ২৯, ২০২২
বিশ্বাসই হচ্ছে না আনচেলত্তির, ফেরার বার্তা ক্লপের

দারুণ একটা মৌসুম কাটিয়ে ফাইনালে এসেছিল লিভারপুল। রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমটা ছিল অবিশ্বাস্য।

চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের তিন ম্যাচেই পিছিয়ে পড়ে জিতেছিল তারা। ফাইনালে দুই দলের লড়াইটাও হলো বেশ।  

শেষ অবধি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪তম বারের মতো ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের করল ক্লাবটি। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও জিতেছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ শিরোপা।  

এরপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘চারটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছি এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমরা ভুগেছি বেশ। কিন্তু দলের নিবেদনটা নিখুঁত ছিল। অনেক খুশি, কারণ আমরা বেশ ভালোভাবে মৌসুমটা শেষ করেছি। আলাবা, মিলিতাও, মেন্দিরা বেশ ভালো ছিল। পরিকল্পনাটা ভালোভাবেই কাজে দিয়েছে। কর্তোয়া দারুণ একটা মৌসুম কাটিয়েছে। ’

ফাইনাল ম্যাচ নিয়ে বলেছেন, ‘লিভারপুল খুব একটা ম্যাচ হারেনি এই বছর। আমরা তাদের দারুণ একটা লড়াইয়ের পর হারিয়েছি। অন্য সব দলের চেয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা সহজ। ’

দারুণ একটা মৌসুম কাটালেও শেষটা ভালো হয়নি লিভারপুলের। প্রিমিয়ার লিগের শেষদিন পর্যন্ত লড়াই করেও হারতে হয়েছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও হারতে হলো রিয়ালের কাছে। পুরো মৌসুমটাই যেন মাটি হয়ে গেছে দলটির কোচ ইয়্যুর্গেন ক্লপের জন্য! 

তিনি বলেছেন, ‘আমরা হতাশ তো বটেই, ড্রেসিং রুমের কারোই এখন মনে হচ্ছে না, দারুণ একটা মৌসুমে কেটেছে আমাদের। ইতিবাচক হওয়াটা কঠিন নয়, আমার আগেই সেটা মনে হয়েছে। এটা ভিন্ন একটা অনুভূতি, সেভিয়ার কাছে ইউরোপার ফাইনালে হারের পরও বলেছি, কিয়েভের পরও বলেছি, ফাইনালে আসাটা খারাপ নয়। ’

‘এটা ইতোমধ্যেই একটা সাফল্য, এমন সাফল্য অবশ্য আপনি চাইবেন না, তবে আমার খুব মনে হচ্ছে যে আমরা আবার আসব। আমার ছেলেরা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, পরের মৌসুমেও আমাদের দলটা দারুণ থাকবে। আমরা আবার শিরোপার জন্য লড়ব। ’

বাংলাদেশ সময় : ১১২৮, মে ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।