ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

সৌদি আরবের আর্চারির কোচ হলেন বাংলাদেশের জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ৬, ২০২২
সৌদি আরবের আর্চারির কোচ হলেন বাংলাদেশের জিয়া

জাতীয় আর্চারি দলের সহকারী প্রশিক্ষক এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি’র আর্চারি প্রশিক্ষক মো. জিয়াউল হক সৌদি আরবের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশটির সঙ্গে ১ বছরের চুক্তি করেছেন তিনি।

দায়িত্ব পালনের উদ্দেশে মঙ্গলবার (০৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স যোগে ঢাকা ত্যাগ করবেন তিনি

২০১৪ সালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার আমন্ত্রণে পাকিস্তান জাতীয় আর্চারি দলে প্রথমবার (৩০ দিন), ২০১৮ সালে দ্বিতীয়বার (৭ দিন) এবং ২০১৭ সালে সোলেমান আইল্যান্ড জাতীয় দলে (১০ দিন) প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিয়া। ২০১৫ সালে কলম্বিয়া আর্চারি দলের আমন্ত্রণে কলম্বিয়ার রাজধানী বোগোটার বিভাগীয় দলের প্রশিক্ষক হিসেবে ১১ মাস দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ৬, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।