ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ডি-৮ এর ২৫তম প্রতীষ্ঠাবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ডি-৮ এর ২৫তম প্রতীষ্ঠাবার্ষিকী পালন

উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ডি-৮ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে আজ (১৫ জুন)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

বাংলাদেশসহ ডি-৮ এর গত দুই দশকের বিভিন্ন সাফল্য ও অর্জনগুলো তুলে ধরা হয়েছে এ আয়োজনে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিবসটি উদযাপন উপলক্ষে ‘আঞ্চলিক যুব উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনায় ডি-৮ এর ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতি মোকাবিলা ও ইউক্রেন-রাশিয়ার মধ্যকার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রয়েছে বিশাল সম্ভাবনাময় তরুণসমাজ। আমি বিশ্বাস করি, আমাদের মেধাবী তরুণরা ডি-৮ভুক্ত দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান রাখবে। ’
অনুষ্ঠানের সভাপতি ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া- সবক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি রোল মডেলে পরিণত হয়েছে। আশা করি ডি-৮ এর দেশগুলোর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আরও উন্নতি লাভ করবে। ’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশই প্রথম ডি-৮ ইয়ুথ ফোরাম ও ডি-৮ বিজনেস ফোরাম চালু করেছে। এছাড়াও ডি-৮ রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত যুবকদের জন্য দেশের প্রতিটি উপজেলায় শেখ জামাল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। যুব উন্নয়নে বিশ্বের বিভিন্ন দাতাগোষ্ঠী বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএইসএইড, আইএলওর সঙ্গে একযোগে কাজ শুরু করা হয়েছে। ’

সেমিনারে যুব ও ক্রীড়াসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডি-৮ সেক্রেটারিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডি-৮ভুক্ত দেশের যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।