ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দীঘিনালাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মানিকছড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
দীঘিনালাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মানিকছড়ি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজিত সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মানিকছড়ি উপজেলা ২-১ গোলে দীঘিনালা উপজেলাকে পরাজিত করেছে।

শনিবার (২৫ জুন) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলেয় চাকমা, সব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

খেলার প্রথমার্ধ গোল শূন্য থাকলেও ৫৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় দীঘিনালা উপজেলা একাদশ।

এরপর গোল সমতা আনতে মরিয়া হয়ে উঠে মানিকছড়ি। এক পর্যায়ে গোলে সমতা আনতে সক্ষম হয় মানিকছড়ি উপজেলা একাদশ। উভয় দল জয় নিশ্চিত করতে আক্রমণ, পাল্টা আক্রমণের এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে যায় মানিকছড়ি উপজেলা একাদশ। খেলা শেষে ম্যাচ সেরা নির্বাচিত হন মানিকছড়ি একাদশের জনি।

আগামী ২৯ জুন পানছড়ি উপজেলা একাদশের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলবে মানিকছড়ি উপজেলা একাদশ।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।