ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০২২
উইম্বলডনের তৃতীয় রাউন্ডে নাদাল

ফরাসি ওপেন জেতার পর রাফায়েল নাদালের চোখ উইম্বলডনের দিকে। সেই লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন স্প্যানিশ এই টেনিস তারকা।

বৃহস্পতিবার (৩০ জুন) লিথুয়ানিয়ার রিকার্দাস বেরাংকিসকে হারিয়ে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।

বেরাংকিসের বিপক্ষে কোর্টে নেমে জয় তুলে নিতে অবশ্য বেশ ভালো লড়াই করতে হয় রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালকে। প্রথম ও দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে সহজে জিতে নিলেও তৃতীয় সেটে গিয়ে হোঁচট খেতে হয় স্প্যানিশ এই খেলোয়াড়কে। ৬-৪ ব্যবধানে সেই সেট হারার পর চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান তিনি; জেতেন ৬-৩ ব্যবধানে।  

আগামীকাল শনিবার (২ জুলাই) তৃতীয় রাউন্ডে ইতালির লরেঞ্জো সনেগোর মুখোমুখি হবেন নাদাল।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।