ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সৌদি আরবের আমন্ত্রণে হজে গেলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
সৌদি আরবের আমন্ত্রণে হজে গেলেন শোয়েব

সৌদি আরবের রাষ্ট্রীয় আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। আজ শনিবার (৩ জুলাই) হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন তিনি।

হজ পালনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। হজের পোশাক পরিহিত ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন শোয়েব। পাকিস্তানে সৌদি আরবের দূতাবাস ও সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালকিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের উপস্থিতিতে হজ সম্মেলনে তিনি ভাষণ দেবেন বলেও জানিয়েছেন।  

টুইটারে শোয়েব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্! সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মর্যাদাপূর্ণ হজ পালন করতে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।