ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে উইম্বলডনের সেমিফাইনালে হালেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
দাপুটে জয়ে উইম্বলডনের সেমিফাইনালে হালেপ

যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন সাবেক চ্যাম্পিয়ন সিমোনা হালেপ।

আসরের কোয়ার্টার ফাইনালে আজ বুধবার লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে ৬-২, ৬-৪ গেমে জয় পেয়েছেন ষোড়শ বাছাই রোমানিয়ান টেনিস তারকা।

১ ঘণ্টা ৩ মিনিটের লড়াইয়ে ৩০ বছর বয়সী হালেপ পরাজিত করেছেন ২০তম বাছাই আনিসিমোভাকে।

গত বছর ইনজুরির কারণে টেনিস খেলাই ছাড়তে চেয়েছিলেন হালেপ। কিন্তু ২০১৯ আসরের চ্যাম্পিয়ন ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে আরও একটি ফাইনালে থেকে মাত্র ১ ম্যাচ দূরে দাঁড়িয়ে আছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

শেষ চারে কাজাখস্তানের এলেনা রায়বাকিনার বিপক্ষে লড়বেন হালেপ। অস্ট্রেলিয়ার আজলা টম্লিজানোভিচকে হারিয়ে সেমিতে উঠেছেন এলেনা।

২০১৮ সালে ফরাসি ওপেনজয়ী হালেপ এবারের আসরে নিজের প্রথম ৫ ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছেন। এখন পর্যন্ত কোনো সেটেই হারেননি তিনি এবং সবমিলিয়ে কোর্টে কাটিয়েছেন মাত্র ৬ ঘণ্টা।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।