ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে জিতেই যাচ্ছেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
চোটকে বুড়ো আঙুল দেখিয়ে জিতেই যাচ্ছেন নাদাল

উইম্বলডনে রুপকথার মতো প্রত্যাবর্তনে আরও একবার নিজের যোগ্যতার জানান দিয়েছেন রাফায়েল নাদাল। পঞ্চম সেটে ম্যাচ টেনে নিয়ে টেইলর ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেন স্প্যানিশ এই টেনিস তারকা।

বুধবার (৬ জুলাই) ৪ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে মার্কিন টেনিস তারকা ফ্রিটজকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪) গেমে হারান রাফায়েল নাদাল।

উইম্বলডনে শুরুটা ভালোই করেন অভিজ্ঞ নাদাল। ১-৩ ব্যবধানে পিছিয়ে থাকা ফ্রিটজও হার মানার পাত্র নন। ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ তারকার বিপক্ষে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে গিয়ে চোট বাধাঁ দেয় নাদালকে। কোর্ট ছেড়ে গিয়ে মেডিকেল টাইম-আউট নিতে হয় তার। কিন্তু রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল এত সহজেই হেরে যাবেন, তা কি করে হয়! 

চোটকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় কোর্টে ফিরেন তিনি। দ্বিতীয় সেটও জিতে নেন দুর্দান্তভাবে। তৃতীয় সেটে গিয়ে আবার হোঁচট খান নাদাল। চতুর্থ সেটে গিয়েও হারতে বসেছিলেন স্প্যানিশ এই তারকা। কিন্তু দুর্দান্ত এক প্রত্যাবর্তনে সেই সেট জিতে নেন এবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন।  

শেষ সেটে রোমাঞ্চ জাগিয়ে তোলেন নাদাল-ফ্রিটজ। সমান-সমান লড়াই করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। চমক দেখিয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতা দিয়েই জয় তুলে নেন স্প্যানিশ তারকা। চোটকে হার মানিয়ে কিভাবে ম্যাচ জিতে নিতে হয়, ফ্রেঞ্চ ওপেনের পর আরও একবার প্রমাণ করলেন তিনি।

প্রতিযোগীতার ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। শেষ আটের আরেক ম্যাচে চিলির ক্রিস্তিয়ান গারিনকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।